ঠিক দাঁড়াবে সামনে ঘুরে : ইদ্রিস মণ্ডল
যাদের ঘামে ফলে ফসল
আর উৎপাদন হয়
কারা ভাবে তাদের কথা
ক’জন বলো কয়
কেউ ভাবে না তাদের কথা
সবাই থাকে নিরবতা
ভাবলে পরে ওদের কথা
ন্যায্য দাবী পেতো
পেট পুরে ভাত শ্রমিক গুলো
মনের সুখে খেতো
এখন সবার ভাবতে হবে
পাল্টে গেছে দিন
থাকবে না চুপ শ্রমিকরা আর
শুধতে হবে ঋণ
করবে মিছিল চাইবে দাবী
তুলবে দুটি হাত
ন্যায় বিচারের কাছে মালিক
হবে কুপোকাত
নেই বেশি দিন সে-দিন দূরে
ন্যায্য দাবী চাইতে শ্রমিক
ঠিক দাঁড়াবে সামনে ঘুরে।
Leave a Reply