ছড়া-কবিতা
বলতে পারো?
মাবরুর
গাছে গাছে ফুলের তারা
দূর আকাশে চাঁদ সেতারা
কে বানালো
বলতে পারো?
উড়ে বেড়ায় মেঘের পাহাড়
প্রাণি-ফসল-শস্যের আহার
কে ছড়ালো
বলতে পারো?
ভোরের আকাশ রঙিন চাদর
সূয্যিটাকে জড়িয়ে আদর
কে উঠালো
বলতে পারো?
কাঁঠাল কলা পাকা আমে
বিভিন্ন স্বাদ বরই জামে
কে ছড়ালো
বলতে পারো?
মানুষকে কে শ্রেষ্ঠ করে
ভালো-মন্দের বিশ্বঘরে
কে বানালো
বলতে পারো?
মাগো তুমি!
শাকিবুল ইসলাম
মাগো তুমি দুঃখের সাথী
মাগো তুমি সুখ,
মাগো তোমার মধুর মুখে
হারাই যে সব দুখ।
মাগো তুমি শীতল ছায়া
তুমিই স্বর্গের ঢেউ,
তুমি হীনা ভালবাসে না
আর তো আমায় কেউ।
মাগো তুমি মায়ায় ভরা
আদর-সোহাগের খনি,
তাইতো তুমি রাখো মাগো
বানিয়ে চোখের মণি।
প্রার্থনা
হাফেজ মো. এমদাদুল্লাহ
শক্তি দাও গো ওহে প্রভু
সত্য কথা বলার,
সকল গুনা ছেড়ে দিয়ে
দীনের পথে চলার।
তোমার কাছে আছে খোদা
অনেক কিছু চাওয়ার,
দুহাত তুলে দুয়া করি
সঠিক এলেম পাওয়ার।
সারা জীবন চলতে দাও গো
তোমার দীনের পথে
তোমার হুকুম করবো পালন
কুরআন-হাদিস-মতে।
তাওফিক দাও ওগো প্রভু
সঠিক জীবন গড়ার
দোয়া করি জীবনশেষে
শহীদ হয়ে মরার।
মাতৃভাষা
তাসনিম বিনতে জামসেদ
সালাম রফিক লড়াই করে
দিয়ে গেলো প্রাণ,
শফিক বরকত জীবন দিয়ে
বাড়ায় বাংলার মান।
বুকের রক্ত ঢেলে দিলো
আমার অনেক ভাই,
তাইতো আমরা বাংলা ভাষায়
কথা বলতে পাই।
অনেক কষ্টে যুদ্ধ করে
পেয়েছি এই ভাষা,
মায়ের ভাষায় বলতো কথা
এইতো মনে আশা।
কলম হাতে দোয়া
হাফেজ রাকিব বিন সাদিক
হাতে কলম নিয়ে আমি
শুরু করি লেখা
লিখতে লিখতে পাই যে আমি
সত্যপথের দেখা।
সারা জীবন লিখবো আমি
নিয়ম-নীতি মেনে,
লিখবো আমি সকল কথা
কুরআন-হাদিস জেনে।
আল্লাহ তুমি কবুল করো
আমার দোয়াখানি,
দোয়া কভু যায় না বৃথা
তা-ই তো আমরা জানি।
সোনার বাংলা
মুহাম্মদ সাইফুল ইসলাম
বাংলা আমার জন্মভূমি
বাংলা আমার ভাষা,
সেই ভাষাতে লুকিয়ে আছে
আমার মনের আশা।
কতকিছু করবো আমি
এই বাংলার বুকে,
গড়বো আমি সোনার বাংলা
থাকবো সবাই সুখে।
সবাই মিলে গড়বো দেশ,
আমার সোনার বাংলাদেশ।
তুমি এলে হে রাসূল সা.
মুহাম্মদ রাহাত ইবনে মাহবুব
তুমি এলে,
এ ভুবনে নূরের প্রদীপ জ্বেলে।
তুমি এলে,
জাহেলিয়াতের সকল বাধা ঠেলে।
তুমি এলে,
আঁধারে আলো ছড়িয়ে।
তুমি এলে,
আকাশ-মাটি আলোয় ভরিয়ে।
Leave a Reply